বাঁধন এর উদ্যোগে সাতক্ষীরা সরকারি কলেজ এ বিনামূল্যে রক্তে গ্রুপ নির্ণয়
শারমিন আক্তারঃ
বাঁধন, সাতক্ষীরা সরকারি কলেজ পরিবার এর পক্ষ থেকে সোমবার (২১ মার্চ) , সকাল ১০ টা থেকে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় এর দিনব্যাপি কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজ এর উদ্ভিদবিজ্ঞান বিভাগ এর বিভাগীয় প্রধান ড. লিপি নাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন, বাঁধন, সাতক্ষীরা সরকারি কলেজ পরিবার এর কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলী খাইরুজ্জামান রকি , সারাফাত হোসেন, মিয়ারাজ হোসেন, সালাউদ্দীন বাপ্পি, কোষাধ্যক্ষ মুন্নিয়ারা খাতুন, বাঁধন সাতক্ষীরা সরকারি কলেজ পরিবার এর অন্যতম সদস্য তরুণ লেখক তারিক ইসলাম, সহ বাঁধন সাতক্ষীরা সরকারি কলেজ শাখার অন্যান্য স্বেচ্ছাসেবক, আরিফা খাতুন, তাজরী হোসেন, স্নিগ্ধা মজুমদার, জেরীন সুলতানা,রাখি দাশ, আজমীরা আক্তার আখি, তাসনিম তাবাসুম প্রাপ্তি, প্রণয় মিত্র, সীমান্তকুন্ডু,ইয়াছিন হোসেন জনি, আমিনুর রহমান, জি. এম আশাদুজ্জামান প্রমুখ সহ আরো অনেকে।
দিনব্যাপী কর্মসূচিতে মোট ১১৫ কে বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জানানোর পাশাপাশি তাদের কে রক্তদানে উৎসাহিত করেন বাঁধন সাতক্ষীরা সরকারি কলেজ এর কর্মীবৃন্দ।
“একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন ” এই শ্লোগান কে বুকে ধারণ করে কাজ করে চলেছে সাতক্ষীরা সরকারী কলেজ বাঁধন পরিবার।
Please follow and like us: