কিয়েভে রুশ হামলায় শিশুসহ নিহত ২২৮
আন্তর্জাতিক ডেস্ক:
তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির সামরিক-বেসামরিক বহু অবকাঠামো রুশ সেনাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। উঠেছে বেসামরিক প্রাণহানির অভিযোগও। জানা গেছে, রাশিয়ার হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত শুধু রাজধানী কিয়েভেই চার শিশুসহ ২২৮ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরো ৯১২ জন। স্থানীয় সময় শনিবার কিয়েভ নগর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।
এছাড়া ইউক্রেনের সামিরক এক কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাইকোলাইভ নৌ ঘাঁটিতে রাশিয়ার হামলায় ৪০ জন সেনা নিহত হয়েছেন।
ইউক্রেনের ওই কর্মকর্তা জানান, ৩৬তম ইউক্রেনীয় নৌ পদাতিক ব্রিগেডের একটি ঘাঁটিতে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র যেমন, ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। ইউক্রেন-রাশিয়ার লড়াই গড়িয়েছে ২৫তম দিনে। বেসামরিক লোক হতাহতের পাশপাশি ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিলেও থামতে নারাজ পুতিন সরকার। হামলা বন্ধে সোচ্চার বিশ্বের অন্যান্য দেশগুলো। তবে শর্ত না মানা পর্যন্ত রুশ সরকার হামলা অব্যাহত রেখেছে।