ভ্যানচালককে বলাৎকার: সেই এসআই কারাগারে
নিউজ ডেস্কঃ
ভ্যানচালককে বলাৎকারের অভিযোগে করা মামলায় রংপুরের পীরগাছা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) স্বপন কুমারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন পীরগাছা আমলি আদালতের বিচারক হাসানুল হক। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক গোলাম মোস্তফা।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র রায় জানান, বলাৎকারের অভিযোগ তোলা ভ্যানচালকের ভাইয়ের করা মামলায় শুক্রবার বিকেলে স্বপন কুমারকে গ্রেফতার করে পুলিশ। এর আগে স্বপন কুমারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ভুক্তভোগী ভ্যানচালক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর স্ত্রী ও ভাই জানান, একই এলাকায় বাসা হওয়ায় এসআই স্বপন কুমারের সঙ্গে আগে থেকে তাদের পরিচয় রয়েছে। সন্তানসম্ভবা স্ত্রী বাবার বাড়ি যাওয়ায় বুধবার রাতে বাড়িতে একা ছিলেন স্বপন। একা থাকতে ভয় পাচ্ছেন জানিয়ে ওই ভ্যানচালককে তিনি বাসায় ডেকে নেন। এরপর ফলের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে খাইয়ে রাতভর বলাৎকার করেন।
এরপর বৃহস্পতিবার সকালে পালিয়ে বাড়িতে চলে যান ওই ভ্যানচালক। তিনি অসুস্থ অনুভব করলে সন্ধ্যায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।