দ্য কাশ্মীর ফাইলস: নির্মাণের খবর ১৫ কোটি, আট দিনে আয় ১১৭ কোটি
বিনোদন ডেস্কঃ
এই বছরের বড় রিলিজের তালিকায় নাম ছিল না ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর। কিন্তু বিগত সাতদিনে বদলে গেছে চিত্রনাট্য। বড় স্টারদের ছবিকে কোণঠাসা করে দিয়েছে বিবেক অগ্নিহোত্রীর এই ছবি। কাশ্মীরী পন্ডিতদের কাশ্মীর থেকে উৎখাত করার যে সত্য কাহিনী উঠে এসেছে এই ছবিতে তা মন জয় করেছে সাধারণ সিনেপ্রেমী থেকে শুরু করে সমালোচকদের।
এই ছবির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বলিউডের তারকারা। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, এ সিনেমা অষ্টম দিনে সংগ্রহ করেছে ১৮.৫০ থেকে ২০.৫০ কোটি রুপি (দ্বিতীয় শুক্রবার)। মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১৮ কোটি রুপির বেশি।
গত ১১ মার্চ মুক্তি পায় ‘দ্য কাশ্মীর ফাইলস’। প্রথম দিন সংগ্রহ করে তিন কোটি ২৫ লাখ। এর পর প্রতিদিনই সংগ্রহ বাড়ছে। দ্বিতীয় দিন প্রায় আট কোটি ২৫ লাখ, তৃতীয় দিন ১৫ কোটি, চতুর্থ দিন ১৫ কোটি, পঞ্চম দিন ১৭ কোটি ৭৫ লাখ, ষষ্ঠ দিন ১৮ কোটি ২৫ লাখ ও সপ্তম দিন ১৮ কোটি রুপি সংগ্রহ করেছে সিনেমাটি। সাত দিনে মোট সংগ্রহ ৯৫ কোটি ৫০ লাখ রুপি। প্রতিদিনই ছবিটি নিজের আয় ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু এই ছবিটি নির্মাণ করতে খরচ হয়েছে মাত্র ১৫ কোটি রুপি।
সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশি। কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়ার গল্প উঠে এসেছে সিনেমায়।