আশাশুনিতে মুুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা উদ্বোধন
জি এম মুজিবুর রহমানঃ
আশাশুনিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপযাপন উপলক্ষে
মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার
উদ্বোধন করা হয়।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৬ দিন ব্যাপী মেলার
কার্যক্রম শুরু করা হয় শুক্রবার থেকে। আনুষ্ঠানিক কার্যক্রম
শুরু ও উদ্বোধন করা হয় শনিবার (১৯ মার্চ)। উপজেলা
নির্বাহী অফিসার ইয়ানুর রহমান মেলার শুভ উদ্বোধন করেন।
উপজেলার সকল সরকারি দপ্তরের উদ্যোগে মেলায় স্ব স্ব দপ্তরের
পৃথক পৃথক পরিচিতি ও বাস্তবায়িত কার্যক্রমসহ বিভিন্ন
বিষয়ের তথ্য ও চিত্র প্রদর্শণ সহ স্টল স্থাপন করা হয়। উপজেলা
পরিষদ চত্বরে একটি প্যান্ডেলে পৃথক পৃথক ২০টি স্পল স্থাপন
করা হয়েছে। উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, কৃষি
অফিসরা কৃষিবিদ রাজিবুল হাসান, পিআইও সোহাগ
খান, বিআরডিমি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, শিক্ষা
অফিসার সাইফুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার
হাসানুজ্জামান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক
প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ২৩ মার্চ পর্যন্ত মেলা
চলবে।