ই-ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করল ভারত
আন্তর্জাতিক ডেস্কঃ
দুই বছর স্থগিত রাখার পর ভারত সরকার পাঁচ বছর মেয়াদী সব বৈধ ই-ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করেছে। এর ফলে ১৫০টির বেশি দেশ ও অঞ্চলের নাগরিকরা দেশটিতে যেতে পারবেন। একই সঙ্গে সব দেশের নাগরিকদের জন্য রেগুলার পেপার ভিসাও চালু করেছে দেশটি।
বৃহস্পতিবার অল ইন্ডিয়া রেডিও এর খবর এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ঐসব দেশ ও অঞ্চলের নাগরিকরা নতুন ই-ট্যুরিস্ট ভিসার জন্যও যোগ্য বিবেচিত হবেন।
দক্ষিণ এশিয়ার দেশটিতে করোনা পরিস্থিতির উন্নতি এবং ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞায় আরো শিথিলতার প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন ও জাপানি নাগরিকদের ১০ বছর মেয়াদী বৈধ নিয়মিত পর্যটন ভিসাও ফের চালু করেছে। তবে আফগান নাগরিকদের ই-ইমার্জেন্সি এক্স-বিবিধ ভিসা ব্যবহার করতে হবে।
এছাড়া প্রায় দুই বছর বিরতির পর গত সপ্তাহে ভারত ২৭ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়।
Please follow and like us: