শ্যামনগর সরকারি মহসীন কলেজে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী উদযাপন
Post Views:
৩৮০
শ্যামনগর প্রতিনিধিঃ
জাঁকজমকপূর্ণভাবে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭ টায় কলেজের পক্ষ থেকে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৮ টায় কলেজ ক্যাম্পাস থেকে অধ্যক্ষ ড. এ কে এমন আব্দুর রহমানের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। পরে সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। কেক কাটা শেষে সেখানে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় অধ্যক্ষ ড. আব্দুর রহমানের সভাপতিত্বে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সু-দীর্ঘ কর্মময় জীবনের উপর আলোকপাত করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি প্রতাপ রায়, মোঃ আব্দুল্লাহ আল ফারুক, এমএম আবুল কাশেম, কিশোরী মোহন প্রমুখ।
এসময় বিশালাকারের জম্মবার্ষিকীর কেক কেটে সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়। এদিকে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী পালনের অংশ হিসেবে শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীদের অংশগ্রহনে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টসহ দিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করা হয়েছে।পরে বাদ মাগরিব কলেজ প্রাঙ্গণের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।