তালায় ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টাঃ আটক ১
Post Views:
৪৫৩
তালা প্রতিনিধি:
তালার খলিষখালী ইউনিয়নের এক পোলট্রি ব্যবসায়ীর দেড়লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে একদল দূর্বিত্ত। এঘটনায় জনতার সহায়তায় এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম শান্ত সরদার । সে খলিষখালী গ্রামের কাশেম সরদারের ছেলে। বুধবার রাতে পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের মঙ্গলানন্দকাটি গ্রামে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ব্যাবসায়ী মাহাবুর রহমান জানান, বুধবার রাত ৯টার দিকে দোকান থেকে দেড় লক্ষ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি ও তাঁর ভাই কামরুল মোড়ল ।পথিমধ্যে মঙ্গলানন্দকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সামনে আসলে ৬ থেকে ৭জন যুবক পথরোধ করে তাকে বাশের লাঠি ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে । এসময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় ওই দূর্বিত্তরা ।ঘটনার সময় শান্ত নামে এক যুবকে আটক করে পুলিশের কাছে সেপার্দ করে এলাকাবাসী । পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেন তিনি ।
খলিষখালী ক্যাম্প ইনচার্জ নুর হোসেন খান জানান, ছিনতাইয়ের অভিযোগে শান্ত সরদার সহ ৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন ব্যাবসায়ীর মাহাবুর রহমান। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় ঘটনাটি নিশ্চিত করেছেন।