শ্যামনগরের কলবাড়ীতে উওম জলজ চাষের মাধ্যমে কাঁকড়া মোটাতাজাকরণ প্রশিক্ষন
এস এম সাহেব আলীঃ
শ্যামনগর উপজেলার সুনাম ধন্য প্রতিষ্ঠান নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহায়তায় বুধবার সকাল ১০ টায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও প্রশিক্ষন কেন্দ্রে উওম জলজ চাষের মাধ্যমে কাঁকড়া মোটাতাজাকরন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষনে ২৭ জন প্রশিক্ষনার্থীর মাঝে শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার ও ল্যাব টেকনিশিয়ান এসইপি( এনজি এফ) মেহেদী হাসান প্রশিক্ষক হিসাবে, প্রশিক্ষন প্রদান করেন।
এসময়ে উপস্থিত ছিলেন নওয়াবেকী গনমুখী ফাউন্ডেশন কলবাড়ী ব্রাঞ্চ এর ব্যবস্থাপক আশরাফুল আলম, বুড়িগোয়ালিনী পরিবেশ উন্নয়ন ক্লাবের সভাপতি সাংবাদিক এম এ হালিম ও সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী এবং আর উপস্থিত ছিলেন (এসইপি) প্রকল্পের কর্মকর্তা বৃন্দ। উক্ত প্রশিক্ষনটি মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়।