কলারোয়ায় বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ এক যুবক আটক
Post Views:
৩৮৯
কামরুল হাসানঃ
কলারোয়া সীমান্ত থেকে ২৪৯ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বারসহ শাহারুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজপুর পোড়া মাঠের মেহেগনি বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শাহারুল ইসলাম কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালী গ্রামের আতিয়ার সরদারের ছেলে।
দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আল মাহামুদ।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ভারতে স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে সকালে সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর পোড়া মাঠের মেহেগনি বাগান থেকে শাহারুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় ২৪৯ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বার।
জব্দকৃত বার দু’টির মূল্য প্রায় ১৪ লাখ ৯৪ হাজার ২৪৯ টাকা। শাহারুল ইসলামকে কলারোয়া থানায় সোপর্দ ও জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।