সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগ সুন্দরবনের মধু আহরণ উপলক্ষ্যে উদ্বোধন অনুষ্ঠান ২০২২
এস এম সাহেব আলীঃ
শেখ হাসিনার নির্দেশ,জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ, সচেতন বনজীবী নিরাপদ সুন্দরবন।এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে।সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের আয়োজনে ১৫ ই মার্চ মঙ্গলবার সকাল ১১টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মধু আহরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়।বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেনের সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন সংরক্ষণ, খুলনা অঞ্চাল মিহির কুমার দো, বিশেষ অতিথি শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন,উপজেলা মহিলা মহিলা ভাইস খালেদা আয়ুব ডলি, সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা( এসিএফ) এম এ হাসান,মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম।এবছর ১ হাজার কুইন্টাল মধু ও ৫ শত কুইন্টাল মোমের লক্ষ মাত্র ধরা হয়েছে। দুই নৌকা ১৮ জনকে মধুর পাশ দেওয়া হয়। ১৫ দিন আগে মধু আহরণের পাশ দেওয়ায় মৌয়ালরা চিন্তিত।সঠিক সময় থেকে মধু আহরণ করতে পারবে বলে মৌয়ালরা জানান।এ সময় মধু আহরণ কারি জেলে দাতিনাখালির কোমর উদ্দীন বলেন, ১৫ দিন আগে মধু আহরণের অনুমতি দিয়েছে।এবার ১৫ আগে মধু কাটতে যাব।মৌয়াল লিটন হোসেন বলেন,বিধি মোতাবেক বনে প্রবেশ করার অনুমতি দেওয়ার।মৌচাক পরিপূর্ণ না হওয়া পর্যন্ত পাশ দিলে মধু পাওয়া যাবে না।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তা কালাগাছিয়া টহলফাড়ী
উক্ত অনুষ্ঠানটি মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়।