সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত:আহত ১
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চুকনগরে সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ কর্মী রাজন হোসেন (২০) নিহত ও অপর ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহত যুবককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত যুবকের নাম রাজন হোসেন (২০)। তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার বাসিন্দা তিনি পৌর ছাত্রলীগের কর্মী ছিলেন । আহত যুবকের নাম মেহেদি হাসান (২২)। তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মিজানুর রহমানের ছেলে। আহত ও নিহত যুবক শহর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান জানান,মেহেদি সাতক্ষীরা সরকারিকলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বিশ্ব বিদ্যালয় ভর্তি কোচিং করছিলেন। তিনি পৌর ছাত্রলীগের কর্মী ছিলেন। রাজন ও কলেজ ছাত্র। তিনিও পৌরছাত্রলীগের কর্মী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, রাজন ও মেহেদি মোটরসাইকেলে ঢাকায় যা্িচ্ছলেন। চুকনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রাজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন মেহেদি। তাকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। ঘাটতট্রাকটি পালিয়েছে বলে জানান ওসি।