রাশিয়ার স্বীকারোক্তি: অভিযান পরিকল্পনা মতো এগোচ্ছে না
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান পরিকল্পনা পরিকল্পনা মতো এগোচ্ছে না বলে জানিয়েছেন রাশিয়ার সেনাবাহিনীর বিশেষ শাখা ন্যাশনাল গার্ডের প্রধান ও দেশটির নিরাপত্তা কাউন্সিলের অন্যতম সদস্য ভিক্টর জোলোতভ।
সোমবার ন্যাশনাল গার্ডের ওয়েবসাইটে এ স্বীকারোক্তি দেন তিনি।
ভিক্টর জোলোতভ রুশ সেনাদের ধীরগতির জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে দোষারোপ করেছেন। তিনি বলেন, রুশ হামলা থেকে বাঁচতে ইউক্রেনের সেনারা বেসামরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই কর্মকর্তা ইউক্রেনে চলমান রুশ অভিযান নিয়ে মন্তব্য করতে গিয়ে ন্যাশনাল গার্ডের ওয়েবসাইটে লেখেন, আমি এটা স্বীকার করব, আমরা যে পরিকল্পনা করেছিলাম, সে গতিতে তারা (রুশ সেনাবাহিনী) এগোতে পারছে না। এর প্রধান কারণ, ইউক্রেনের সেনারা বেসামরিক লোকজনকে তাদের ঢাল হিসেবে ব্যবহার করছে।
তিনি এ প্রত্যাশাও ব্যক্ত করেন যে, আমরা ধাপে ধাপে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি এবং বিজয় আমাদেরই হবে।
সূত্র: রয়টার্স