সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
স্পোর্টস ডেস্কঃ
প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ এক ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুরন্ত এই হ্যাটট্রিক করে নিজের নামটা ইতিহাসের পাতায় সোনার হরফে লিখে রাখলেন তিনি। ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি গোলদাতা এখন ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমানে তার গোলসংখ্যা ৮০৭টি।
পেলেকে রোনালদো ছুঁয়ে ফেলেছিলেন আগেই, শনিবার রাতে ছুঁলেন, ছাড়িয়েও গেলেন বিকানকে। বনে গেলেন ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ডের মালিক।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যামকে আতিথ্য দেওয়ার আগে তার ক্লাব ও জাতীয় দলের হয়ে গোলসংখ্যা ছিল ৮০৪টি। ১২তম মিনিটেই তিনি ছুঁয়ে ফেললেন রেকর্ডটা। তাও কি দারুণভাবে। বক্সের অনেক বাইরে থেকে বল পেলেন দখলে, পেয়েই যেন দূরপাল্লার এক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে বসলেন, আর তাতেই গোল।
মাঝে একবার পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফিরিয়েছিলেন টটেনহ্যামের হ্যারি কেইন। তবে স্বাগতিকদের আবারও এগিয়ে দেন রোনালদো। জেডন স্যানচোর পাস থেকে সহজ এক ট্যাপ ইনে করেন গোলটি। তাতেই ছাড়িয়ে যান কিংবদন্তি ইয়োসেপ বিকানকে। কাজটা তখনই শেষ হয়ে যেত তার, যদি ৭২ মিনিটে তার অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের না করে বসতেন আত্মঘাতী গোলটা। তাতে ২-২ গোলে সমতা ফেরে ম্যাচে।
এর আগে দুই বারের মতো তৃতীয়বারও সমতা ভাঙার দায়িত্বটা নিজ কাঁধে তুলে নেন রোনালদো। হেড থেকে করেন দারুণ এক গোল, তাতেই ক্যারিয়ারের ৫৯তম হ্যাটট্রিকটাও পূরণ হয়ে যায় তার। তবে ইউনাইটেডের জার্সিতে তিনি হ্যাটট্রিক পেলেন ২০০৮ সালের পর এই প্রথম।
এই হ্যাটট্রিকের ফলে তার ক্যারিয়ার গোলের সংখ্যা দাঁড়াল ৮০৭-এ। স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও পর্তুগাল জাতীয় দলের হয়ে এই গোল করেছেন তিনি। তাতেই ছাড়িয়ে গেছেন বিকানকে।
তবে বিকানের গোলসংখ্যা আরও বেশি বলেও দাবি আছে। চেক ফুটবল অ্যাসোসিয়েশনের মতে ১৯৩১ থেকে ১৯৫৫ পর্যন্ত দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে তিনি গোল করেছেন ৮২১ গোল।
এমন দাবি অবশ্য পেলে আর রোমারিওর গোল নিয়েও আছে। ব্রাজিলের দুই কিংবদন্তি ১০০০ গোলের বেশি করেছেন বলে দাবি করা হয়। তবে এই পরিসংখ্যানে অপেশাদার, অনানুষ্ঠানিক ও প্রীতি ম্যাচের গোলসংখ্যাও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বিকানের গোলসংখ্যাকেই সর্বোচ্চ ধরা হতো এতদিন। সেই রেকর্ডই এবার নিচে ঠেলে দিয়ে রোনালদো বনে গেলেন ইতিহাসের সেরা গোলদাতা।