তালায় নব নির্বাচিত শিক্ষক সমিতি কমিটির অভিষেক অনুষ্ঠান
Post Views:
৪০৪
জহর হাসান সাগরঃ
সাতক্ষীরার তালা উপজেলা শাখার বাংলাদেশ শিক্ষক সমিতি নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৩ মার্চ) শিক্ষক সমিতির কার্যালয়ের হলরুমে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এড মুস্তফা লুৎফুলাহ।
অনুষ্ঠনে সাবেক সভাপতি আনন্দ মোহন হালদার এর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারন সম্পাদক সজীবুদ্দৌলার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান,দৈনিক পত্রদুত পত্রিকার সম্পাদক লাইলা পারভীন সেজুতি, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মইনুল ইসলাম, ইউ পি চেয়ারম্যান শিক্ষক মোঃ আব্দুল হাই সহ সমিতির নবনির্বাচিত কমিটির সদস্য বৃন্দ।
আলোচনা সভার আগে অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি জগদিশ কুমার হালদার, সাধারন সম্পাদক শিক্ষক মোঃ সজীবুদ্দৌলা,কোষাধ্যক্ষ শিক্ষক অজয় কুমার দাশসহ নবগঠিত সকল সদস্যবৃন্দদের শপথ বাক্য পাঠ করান সাবেক সভাপতি আনন্দ মোহন হালদার।
এ সময় তালা জালালপুর ইউনিয়নে জেঠুয়ায় এক আওয়ামীলীগ নেতা কর্তৃক তালার জেঠুয়া জাগরনী স্কুলের প্রধান শিক্ষককে অপমান ও লাঞ্চিত করায় কড়া সমালোচনাসহ প্রতিবাদ জানান।