শ্যামনগরে ১নং ভূরুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের অভিষেক ও দায়িত্ব গ্রহণ
Post Views:
৪৩৯
আশিকুজ্জামান লিমন, শ্যামনগরঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১নং ভূরুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের অভিষেক ও দায়িত্ব গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ই মার্চ শুক্রবার সকাল ১০ টায় ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত অভিষেক, পরিচিতি ও দায়িত্ব গ্রহণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সাংসদ এস.এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উদ-জামান সাঈদ।
সকলের উপস্থিতিতে ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেন ভূরুলিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, কালীগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.কে.এম. জাফরুল আলম বাবু। পরপর অত্র পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর মহসিন কলেজের সাবেক উপ-অধ্যক্ষ নাসির উদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবির সহ ভূরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।