শ্যামনগরে গলায় ফাঁস লাগিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা
Post Views:
৬৩৮
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগরে প্রেম ঘটিত কারনে গলায় ফাঁস লাগিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা করেছে ৷ ঘটনাসূত্রে জানাগেছে যে, মানিকখালী গ্রামে শ্রীনিবাস বর্মণের ছোট মালতি বর্মণ (১৬) গত ১০ মার্চ ২০২২ তারিখ রাত আনুমানিক ১১ সময় বাড়ির সদস্যদের অবর্তমানে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে ৷ পরে ১১.৩০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা বাড়ি এসে দেখে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করেছে মালতি ৷ পাশ্ববর্তী লোকজনের সহযোগিতায় মারতির লাশ নামানো হয় ৷
মালতির পরিবার জানান, পাশে একটি বাড়িতে ধর্মীয় গানে গিয়েছিলেন সবাই ৷ গান শুনে বাড়িতে ফিরে মালতির এই অবস্থা দেখতে পাই ৷ স্থানীয় একজন চিকিৎসক এসে মারতিকে মৃত্যু ঘোষণা করেন ৷ তবে মালতির মৃত্যুর কারন জানতে চাইলে পরিবারের সদস্যরা এড়িয়ে গেলেও এলাকাসূত্রে জানাগেছে যে, মুন্সীগঞ্জ ইউনিয়নের একটি ছেলে সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ৷ বিভিন্ন সময় বিয়ের চাপসৃষ্টি করলে সেই ছেলেটি বিয়ে না করার কথা বলাই এই আত্নহত্যা ৷ তবে মারতি গলায় ফাঁস লাগানোর আগে মালতি ছেলেটিকে ফোন করে গলায় ফাঁস লাগায় ৷ পরে মালতির ফোনে দেখা গেছে ১৫৫ বার ছেলেটি কল দিলেও ধরার মত কেউ হয়নি৷ মালতির তখন মৃত্যু হয়েছে ৷
বিষয়টি জানার পর শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে।