উপভোগ না করলে খেলছে কেন: সাকিব প্রসঙ্গে পাপন
স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টেস্টের সিরিজ খেলতে যেতে চান না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল রোববার তিনি বলেন, এই মুহূর্তে তিনি শারীরিক ও মানসিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রস্তুত নন।
সোমবার বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘উপভোগ না করলে খেলছে কেন? বিমান বন্দরে সংবাদ মাধ্যমের সঙ্গে এগুলো বলে চমক দিচ্ছে। এগুলো আমাদের কেন বলছে না। আমাকে বলতে পারতো।’
নাজমুল হাসান পাপন বলেন, এভাবে চলতে দেওয়া যায় না। কেউ খেলতে না চায়লে বলতে হবে। এর আগে বোর্ডের পক্ষ থেকে কে কোন ফরম্যাটে খেলতে চান সেই তালিকা চেয়েছিল বোর্ড। পাপনের প্রশ্ন, খেলতে না আগ্রহী হলে তখন বলতে পারতো।
তিনি বলেন, ‘সংবাদ মাধ্যমে সাকিব বলেছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ উপভোগ করেনি। ওকে দেখে কি বোঝা গেছে উপভোগ করেননি? আপনারা কেউ দেখে বুঝেছেন? আমরা ওয়ানডে সিরিজ জিতলাম তাও উপভোগ করল না? আমরা টি-২০ সিরিজে ম্যাচ জিতলাম তাও উপভোগ করল না? উপভোগ না করলে তখন কেন বলেনি? টি-২০ সিরিজে আগে বলতে পারতো?’