শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাইপ ও বাক্স কল অপসরণে উপরী মহল ম্যানজ
Post Views:
৩৯৪
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগর পানিউন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাইপ ও বাক্স কল অপসরণে উপরী মহল ম্যানেজ। পানি উন্নয়ন বোর্ডের কর্তপক্ষ আদালতের নির্দেশ কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাঃ রোকনুজ্জামান ও শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ শহিদুল্লাহ নেতৃত্ব কালীগঞ্জ সহ শ্যামনগর আংশিক এলাকায় বেড়িবাঁধর পাইপ ও বাক্স কল অপসারণ শুরু করেন। পরপর দুইদিন পরানপুর ও বুড়িগোয়ালীনীতে অভিযান পরিচালনা করে বন্ধ হয় যায়। বাক্সকল মালিকরা সংবদ্ধ হয়ে উপরী মহল ম্যানেজ করেন। এবং বক্সকল দিয়ে পানি উত্তোলন কার্যক্রম অব্যহত রাখে। বাক্সকল মালিক মৎস্যঘরীর মালিকদের কাছ থেকে অর্থ তোলা শুরু করছে। গোপন সংবাদের ভিত্তিত্বে জানাগেছে যে, অর্ধকোটি টাকায় ম্যানেজ উপরী মহল। চুনাপুটি থেকে রুই কাতল পর্যায়ে এই টাকা ভাগবাটোয়ারা করা হয়েছে।
বাক্সকলের মালিকরা বলেন, আমরা উপরী মহল ম্যানেজ করে কাজ করছি।
শ্যামনগর পানিউন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকোশলী জাকির হোসেন বলেন, বাক্সকল বা পাইপ সব কিছুই অবৈধ। বাক্সকলের কোন অনুমোদন নেই। আমরা অভিযান পরিচালনা ঠিকমত করছিলাম কিন্তু শ্যামনগর উপজলা পরিষদের চেয়ারম্যান সহ সদস্যরা সাতক্ষীরা ডিসি স্যারের কাছে সময়ের আবেদন করেছেন। যা ফলে আমরা অভিযান পরিচালনা স্থগিত রেখছি। আপনি অফিস আসেন স্বাক্ষাতে কথা হবে ৷
উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন বলেন, বর্তমান চিংড়ী চাষের সময়। যার কারনে চাষীরা তাদের মৎস্যচাষের কার্যক্রম আগে থেকে শুরু করে ফেলেছিল। পাইপগুলা বেড়ীবাধের উপর দিয়ে পানি উত্তোলন করবে। আর যে বাক্সকল ক্ষতি করছে সেগুলা অপসরণ করা হবে এবং যে কল বেড়ীবাধ ক্ষতি করছে না সেগুলা অপসরণ করা হব না। আমরা উপজলা পরিষদ ও উপজলা প্রশাসন মিলে একটি কমিটি গঠন করছি। এই কমিটি এই সব দেখাশুনা করবে।