শ্যামনগর দীপ অঞ্চল গাবুরাতে সবজি বীজ বিতরণ
Post Views:
৩৭৫
শ্যামনগর প্রতিনিধিঃ
আজ ০৫ মার্চ(শনিবার) গাবুরা ইউনিয়নের চকবারা উৎপাদন কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে গাবুরা ইউনিয়নে ২০০ টি পরিবারে সবজি বীজ বিতরণ করা হয়।
উক্ত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ বিতরণ উদ্বোধন করেন গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি. এম মাছুদুল আলম, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি মোঃ শেখ আমীর হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আফাজ উদ্দীন, ইউপি সদস্য এস. এম রবিউল ইসলাম, সমাজ সেবক মোঃ খালিদ হোসেন, লিডার্স এর টেকনিক্যাল(কৃষি) অফিসার রাকিবুল হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর শামীমা সুলতানা প্রমূখ।
জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলীয় এলাকায় বাড়ছে খরা, লবণাক্ততা সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ। এসব কারনে সংগ্রাম করে টিকে থাকতে হয় উপকূলের জনগণকে। এরই প্রেক্ষিতে লিডার্স প্রতি বাড়িতে সবজি বাড়াতে এবং পুষ্টির চাহিদা পূরণে ২০০ পরিবারে ৬ ধরণের মোট ১,২০০ প্যাকেট (লাউ ৫গ্রাম, মিষ্টি কুমড়া ৫ গ্রাম, পুঁইশাক ১০ গ্রাম, ধুন্ধুল ৫ গ্রাম, ঢেড়স ১০ গ্রাম ও শসা ২ গ্রাম) সবজি বীজ বিতরণ করেছে।
প্রধান অতিথি বলেন, “লিডার্স প্রতিবছরের ন্যায় এ বছরেও আমাদের পাশে এসে সহযোগিতা করছে। এই বীজ নিয়ে প্রত্যেকে উৎপাদন বাড়াতে হবে। লিডার্স এর সহযোগিতার পাশাপাশি আমাদেরও সবজি উৎপাদনে এগিয়ে আসতে হবে।”