ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলা
আন্তর্জাতিক ডেস্কঃ
রুশ বাহিনীর গোলাবর্ষণে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
শুক্রবার ভোরের দিকে রুশ বাহিনীর হামলায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লাগে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পার্শবর্তী শহর এনারগোদারের মেয়র দিমিত্রো অরলভ একটি অনলাইন পোস্টে বলেছেন, স্থানীয় বাহিনী ও রাশিয়ান সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন দিমিত্রো অরলভ।
এর আগে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, রুশ সেনারা বিদ্যুৎকেন্দ্রটি দখলে জোর চেষ্টা চালিয়েছে। এজন্য রুশ বাহিনী ট্যাংক নিয়ে শহরে প্রবেশ করে।
একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অরলভ বলেছেন, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবন এবং ইউনিটগুলোতে ক্রমাগত শত্রুর গোলার কারণে আগুন লেগে যায়। এ ঘটনায় বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের জোর তৎপরতা চালাতে দেখা গেছে।