সাতক্ষীরায় ইঞ্জিনভ্যানের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু
আসাদুজ্জামান:
সাতক্ষীরায় কাঠভর্তি ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাত টার দিকে শহরের শিশু হাসপাতালের সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাবেক ইউপি সদস্যের নাম হাবিবুর রহমান ওরফে ছোট খোকন (৩২)। তিনি সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত আবু নাসের সরদারের ছেলে।
নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে বড় খোকন জানান, তার ভাই আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান প্রাতঃভ্রমনে বেরিয়ে বাড়ি ফেরার সময় বুধবার সকাল সাত টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের শিশু হাসপাতালের সামনে পৌঁছালে একটি কাঠ বোঝাই ইঞ্জিন চালিত ভ্যান তাকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা কাঠ তার উপর চাপা পড়লে তিনি মারাত্মক জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ইঞ্জিনভ্যানটি জবদ করা হয়েছে।