রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামতে দেশে ফিরলো ৮০ হাজার ইউক্রেনীয়
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামতে আশি হাজার ইউক্রেনীয় দেশে ফিরে গেছেন।
এক টেলিগ্রাম পোস্টে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে ফিরে যাওয়া আশি হাজার লোকের বেশিরভাগই পুরুষ। তারা বিভিন্ন সামরিক পদে এবং অন্যান্য আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে কাজ করেছিল।
রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। ইউক্রেনের সেনাদের সঙ্গে শুরু হয় তীব্র লড়াই। দেশ ছাড়া হন বহু ইউক্রেনীয়।
Please follow and like us: