রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে, হুঁশিয়ারি বাইডেনের
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে হামলার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কংগ্রেসে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আভাষ দিয়ে বলেছেন যে, ইউক্রেনে রুশ আগ্রাসন মোকাবেলায় যুক্তরাষ্ট্র সেনা প্রেরণ করবে না, কারণ এরফলে বৈশ্বিক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, কোনো রকম উস্কানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেইনে আক্রমণ চালিয়েছে। আর সে জন্য রাশিয়াকে দীর্ঘমেয়াদি এবং চড়া মূল্য দিতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের পাশে যুক্তরাষ্ট্র ও ন্যাটো রয়েছে। ইতিহাসে দেখা গেছে, যখন আগ্রাসনের জন্য স্বৈরশাসকদের মূল্য দিতে হয়নি তখন তারা আরো বিশৃঙ্খলা তৈরি করেছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই সম্ভবত বাইডেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ।
জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনীয়দের সাহসীকতার প্রশংসা করেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও নাগরিকদের সাহস, ঝুঁকি নেয়ার ক্ষমতা বিশ্বের জন্য অনুপ্রেরণার বলেও উল্লেখ করেন।
কংগ্রেসে উপস্থিত যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে দাঁড়িয়ে আইনপ্রণেতাদের অভিবাদন ও স্বীকৃতি গ্রহণের আহ্বানও জানান মার্কিন প্রেসিডেন্ট।