তালা মহিলা কলেজে পাঠদান কর্মসূচীর উদ্বোধন ও নবীন বরন অনুষ্ঠিত
Post Views:
৪৩৬
সারমিন আক্তারঃ
সাতক্ষীরার তালা মহিলা কলেজে ২০২১-২০২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেনির পাঠদান কর্মসুচীর উদ্বোধন ও নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ মার্চ) সকাল ১০টা সময় তালা মহিলা কলেজের আয়োজনে কলেজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তালা মহিলা কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। প্রভাষক গাজী আসাদুরজ্জামান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, সাসের পরিচালক শেখ ইমান আলী, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সেক্রেটারী তরুন কুমার সরকার, শিক্ষক প্রতিনিধি চিত্তরঞ্জন সেন সহ শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ।
এসময় কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উল্লেখ্য এবছর নতুন শিক্ষার্থী ভর্তির সংখ্যা ২৯৩ জন,২০২১ সালে এইচএসসি পরীক্ষায় ২৮০ জনের মধ্যে ৮০ জন গোল্ডেন এ+, ১৩২ জন এ, ৪২ জন এ-, ১৯ জন বি, ৭ জন সি ক্যাটাগরী পাস করে।