খুলনা ডুমুরিয়ায় পরিত্যাক্ত অস্ত্র ও গুলি উদ্ধার
Post Views:
৩৯৩
খুলনা প্রতিনিধিঃ
খুলনা ডুমুরিয়া উপজেলার ভান্ডরাপাড়া ইউনিয়নের ঘোনা তালতলা পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২রা মার্চ ২০২২) সকাল সাড়ে ৮ টার দিকে ওই এলাকার প্রতিভা মন্ডলের পরিত্যাক্ত জমিতে ঘর নির্মাণ করার জন্য মাটি কাটতে থাকে। মাটি কাটার এক পর্যায়ে ৩ ফুট নীচে অস্ত্র দেখতে পেয়ে বাড়ির মালিককে খবর দেয়। এবং এক পর্যায়ে মিস্ত্রি ও এলাকার লোকজনের মধ্যে ভয়ের আতঙ্ক বিরাজ করতে থাকে। ঘটনা স্হলে ১০ নং ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে ও ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান ঘটনা স্হল পরিদর্শন করেছেন।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমান বলেন, দীর্ঘদিন প্রতিভা মন্ডলের জায়গা পরিত্যাক্ত ছিল। বাড়ি করবেন বলে আজ সেখানে শ্রমিক নিয়োগ করেছিলেন তিনি। পিলারের জন্য দেড়ফুট মাটি কাটা হলে সেখান থেকে অস্ত্র ও গুলি দেখতে পায় একজন শ্রমিক। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি থানায় খবর দেয়। এরপর থানা পুলিশ সেখান থেকে একনলা বন্দুকের একটি পাইপ, দো’নলা বন্দুকের একটি পাইপ, এসএমসি একটা, একনলা বন্দুকের গুলি ৬০ টা, পিস্তলের গুলি ১৮ টা, থ্রি নট থ্রি রাইফেলের গুলি ২টা, এসএমসি’র গুলি ৪২ টা ও এসএমসি’র একটি ম্যাগজিন পাওয়া যায়।
তিনি আরও বলেন, এ অস্ত্র ও গুলিগুলো অনেক আগের। এগুলোতে মরিচা ধরেছে। এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোন বিষয় নেই। পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।