সাতক্ষীরা অনলাইন শপিং ৬ষ্ঠ পেরিয়ে সপ্তমে পদার্পণ
শহর প্রতিনিধি :সাতক্ষীরা অনলাইন শপিং এর ষষ্ঠ বছর পেরিয়ে সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১ মার্চ ) দুপুরে সাতক্ষীরা শহরের প্রান কেন্দ্রে অবস্থিত লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টেরের পার্টি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা অনলাইন শপিং এর পরিচালক ফিরোজ আহমেদের তত্বাবধানে ও সাতক্ষীরা অনলাইন শপিং এর সহকারী পরিচালক জারিন তাসনিম ঐশী সভাপতিত্বে ও সিনিয়র গ্রুপ ম্যানেজমেন্ট ইয়াসমিন আরা তন্বীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনার সেতু জুয়েলার্সের স্বত্বাধিকারী নাজমুল হাসান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম, সাব ইন্সপেক্টর লাল চান, এডুকেশন কোচিং সেন্টারের পরিচালক আফজাল হোসেন,তামান্না’স হট কিচেন পরিচালক তামান্না তাসলিম, মো.খায়রুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন,সাবরিনা তাহা রিতা,শাহারিয়া মুন্তাহা রিতু,আজমিম আক্তার লিপি,মো. সাকিব হোসেন,জান্নাতুলফেরদৌস,হাবিবাসু লতানা,কানিজ আশরাফী,প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে অনলাইন শপিংয়ে ঝুকছে সকলেই। অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ রুচিসম্মত পণ্য কেনাকাটা করে। অনেকে বেকারত্ব ঘুচিয়েছি, এটা একটি ভালো উদ্যোগ। অনলাইনে পণ্য বিক্রয় করে লেখাপড়ার খরচ চালায়। অনলাইন শপিং রয়েছে বলেই নতুন নতুন শিক্ষিত উদ্যোক্তা তৈরি হচ্ছে।
Please follow and like us: