শ্যামনগর থানা পুলিশের অভিযানে মালামাল সহ ৩ চোর গ্রেফতার
Post Views:
৬৯০
আশিকুজ্জামান লিমন, শ্যামনগরঃ
শ্যামনগর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি সঙ্ঘবদ্ধ চোর গ্যাং এর ৩ সদস্যকে আটক করেছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তিনটি ওয়ালটন এইচডি টিভি, একটি রেজিস্ট্রেশন বিহীন হিরো মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, কাঠের তৈরি মই ও নগদ টাকা উদ্ধার করেছে।আটককৃতরা হল শ্যামনগর সদর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাবু শেখ, হায়বাতপুর ফুলতলা গ্রামের জাবের শেখ ও মাহমুদপুর গ্রামের আব্দুর রব।
আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শ্যামনগর থানা জানায়, আটককৃত চোর গ্যাং এর সদস্যরা শ্যামনগর সদরের পার্শ্ববর্তী ইসমাইলপুর গ্রামে ওয়ালটনের শোরুম থেকে দীর্ঘদিন চুরির পরিকল্পনা করছিল। ওয়ালটন শোরুম এর ডিস্ট্রিবিউটর আব্দুল্লাহ আল মামুন জানান,ইসমাইলপুর গ্রামে আলমগীর কয়ালের বাড়িতে আমার একটি গোডাউন আছে।চোরেরা পার্শ্ববর্তী নুরুল ইসলামের ফার্নিচারের দোকানের কর্মচারী। এরা পরিকল্পিতভাবে গোডাউনে মই গিয়ে প্রবেশ করে বিভিন্ন মডেলের চার লক্ষ টাকা মূল্যের ১৫ টি ওয়ালটন এলইডি টিভি চুরি করেছে।এ নিয়ে তিন দিন আগে আমি শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করি। মামলা রুজুর পর কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম ও তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলে রাব্বীর সমন্বয়ে শ্যামনগর থানার একটি চৌকস টিম আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় আজ সোমবার শ্যামনগর থানায় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, চুরি ডাকাতি,মাদক, ইফটিজিং কিশোর গ্যাং ও কোন সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাতক্ষীরা জেলা পুলিশ বরদাস্ত করবে না। আমরা এসব বিষয় গুরুত্বসহকারে দেখব এবং কঠোর হস্তে দমন করবো।