সাতক্ষীরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি:
‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’ এই ¯স্লোগানকে সামনে রেখে
সাতক্ষীরায় ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২’ পালিত হয়েছে।
আজ রোববার (২৭ ফেব্রæয়ারি) সকাল ১১ টায় দিবসটি উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা
প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন সাতক্ষীরার জেলা
প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) কাজী আরিফুর রহমানের
সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন
কবির।
সভার সূচনালগ্নে জাতীয় পরিসংখ্যান দিবসের তাৎপর্য ও পরিসর্ংখ্যানের ব্যাপারে তথ্য
উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বশির উদ্দীন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জীবনের
প্রতিটি ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব রয়েছে। আমাদের সবাইকে সঠিক পরিসংখ্যান
চর্চা করতে হবে। পরিকল্পিত অর্থনীতির জন্য সঠিক পরিসংখ্যান অপরিহার্য। আর এ
কারণে দিন দিন বাড়ছে পরিসংখ্যানের গুরুত্ব। সেই গুরুত্বকে প্রাধান্য দিয়ে প্রতিবছর
দেশে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে। দেশকে উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্রে
পরিণত করতে প্রতিটি সেক্টরে নির্ভুল ও সময়ানুগ পরিসংখ্যানের প্রয়োগ নিশ্চিত
করতে হবে। দেশের সকল খাতে পরিসংখ্যানের প্রয়োগ বৃদ্ধি পেলে অর্থনৈতিক উন্নয়নের
গতি আরো ত্বরান্বিত হবে।
এসময় উপস্তিত ছিলেন সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু তালেব, কলারোয়া
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, কালিগঞ্জ উপঝেলা পরিসংখ্যান
কর্মকর্তা শ্বশান কুমার মন্ডল প্রমূখ।
২০১৩ সালের ২৭ ফেব্রæয়ারি জাতীয় সংসদে পরিসংখ্যান আইন পাস করা হয় এবং ২০২০
সালের ৮ জুন মন্ত্রী পরিষদের বৈঠকে প্রতিবছর ২৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে পরিসংখ্যান
দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।