বেনাপোলে ওয়ান শুটারগান সহ চিহ্নিত সন্ত্রাসী আটক
আঃজলিল,(শার্শা)যশোরঃ
যশোরের বেনাপোলে ওয়ান শুটারগান সহ চিহ্নিত সন্ত্রাসী ইব্রাহিম ওরফে মহুরি ইব্রাহিম (২৫) আটক হয়েছে।
শনিবার দিবাগত রাত ৯ টার দিকে বেনাপোল কাগজপুকুর বাজার সাফাদ সুপার মার্কেটে সাজুর গাড়ি সার্ভিসিং সেন্টার ভিতরে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
অস্ত্রসহ আটক ইব্রাহিম হোসেন ওরফে মহুরি ইব্রাহিম বেনাপোল পুটখালী ইউনিয়নের বারোপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, অস্ত্রসহ আটক ইব্রাহিম হোসেন ওরফে মহুরি ইব্রাহিম বেনাপোল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
শনিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সে আগ্নেয়াস্ত্রসহ বেনাপোল কাগজপুকুর বাজার অবস্থান করছে। বিষয়টি যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার কে জানালে তিনি অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার কারীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। এ সময়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) শাহীনুর রহমান, শেখ শাহিনুর রহমান, এসআই সামনুর মোল্লা সোহানের সমন্বয়ে একটা চৌকস টিম সেখানে অভিযানে পাঠালে রাত নটার দিকে অভিযানিক দলটি কাগজপুকুর সাইদা সুপারমার্কেটের সাজুর গাড়ি সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।