খুবির উপাচার্যের সাথে একুশে পদকপ্রাপ্ত সমাজসেবী এস এম আব্রাহাম লিংকনের সৌজন্য সাক্ষাৎ
Post Views:
৩২২
খুলনা প্রতিনিধি–
২০২২ সালে সমাজসেবায় অসামান্য অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত এস এম আব্রাহাম লিংকন আজ ২৬ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে উপাচার্য তাঁকে সমাজসেবায় অসামান্য অবদানের জন্য একুশে পদক পাওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও সমাজসেবাসহ নানাক্ষেত্রে তাঁর নিবেদিতপ্রাণ ভূমিকা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে উপাচার্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট উপহার প্রদান করেন।
একুশে পদকপ্রাপ্ত এস এম আব্রাহাম লিংকন উপাচার্যের গতিশীল নেতৃত্বে শিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশে অবস্থান সৃষ্টি করায় তাঁকে তার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।