কোস্টগার্ডের অভিযানে ১০৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ১
Post Views:
৩৮১
শ্যামনগর প্রতিনিধি:
বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক হয়েছে। গত বুধবার (২৩শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭ টার সময় গোলখালী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী আলমগীর (২৯) কে ইয়াবাসহ আটক করা হয়। শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাস্টার আব্দুল রহিমের ছোটভাই আলমগীর হোসেন ইয়াবা বিক্রি করছে।
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন (মংলা) কর্তৃক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ফেব্রুয়ারি গোলখালী এলাকায় অভিযান চালায় কয়রা কোস্টগার্ডের একটি অভিযানকারী দল। কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিবি স্টেশন কয়রা কর্তৃক খুলনা জেলার কয়রা থানার কোবাদগ ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে আলমগীরকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশী করে ১০৫ পিচ ইয়াবা উদ্ধার করেছে। আটককৃত হলেন সাতক্ষীরা জেলা শ্যামনগর থানার চাঁদনীমুখা গ্রামের মৃত্যু আলহাজ্ব জাফর গাজীর ছোট ছেলে আলমগীর হোসেন। মাদক ব্যাবসায়ী আলমগীর নিজ স্বার্থ হাসিলের জন্য উক্ত মাদক দ্রব্য ক্ষুদ্র ক্ষুদ্র মাদক সেবনকারীর কাছে বিক্রয় করবে বলে স্বীকার করে। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ী কে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান জানান, কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি দস্যু দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানায় কোস্টগার্ডের এ কর্মকর্তা।