যশোরে অভয়নগরের তরুন লেখক প্রণবের ১ম কাব্যগ্রন্থ প্রকাশিত
জহর হাসান সাগরঃ
বাংলাদেশের ডিজিটাল শহর যশোর জেলার অভয়নগর উপজেলার ভূলাপাতা করেন তিনি।ছেলেবেলা থেকেই সাহিত্য তার হৃদয়ে ছোয়া দিত।পাখি ডাকা ,ছায়া ঘেরা একটি নিবিড় সবুজের এই জনপদে বেড়ে উঠেছেন। গ্রামের প্রাইমারী স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়। প্রতিভার স্বীকৃতস্বরুপ প্রাথমিকে তিনি বৃত্তি লাভ করেন।এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন । পরবর্তীতে সাহিত্যের প্রতি আকৃষ্টতা তাকে ইংরেজীতে অধ্যায়নের সুযোগ করে দেয় ভবিষ্যতে । স্নাতকে তিনি বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগে চাঞ্স পান ও ভর্তি হয়।তারপর থেকেই তিনি নিয়মিত সাহিত্য চর্চা শুরু করেন।পড়াশুনার পাশাপাশি তিনি নিজেকে বিভিন্ন কর্মকাণ্ডে নিযুক্ত রেখেছেন।বর্তমানে তিনি দৈনিক আলোকিত ৭১ সংবাদ ও দৈনিক বাংলাদেশ টাইমস এবং নিউজপেপার অলিম্পিয়াড এ জেলা ,উপজেলা ও কলাম লেখক হিসেবে যুক্ত আছেন। এছাড়া তিনি British Council ‘র অধীন যশোর জেলার সরকারি P4D প্রোগ্রামে ও যুক্ত। ইতিপূর্বে বিভিন্ন পএীকায় তার কবিতা, ছড়া ও কলাম বের হয়েছে ।এবার অমর একুশে বইমেলা -২২ এ তার ১ম যৌথ কাব্যগ্রন্থ বের হয়েছে।বইটির নাম স্বপ্নের স্বাধীনতা ।প্রকাশনায় রয়েছে তার দ্বিপ্রান্তিক প্রকাশনী। বইটির সংকলন ও সম্পাদনায় রয়েছে অনুভূতির গল্পকার (মোঃ আজিজুল ইসলাম ) ।বইটির মূল্য ধরা হয়েছে ১৫০৳ টাকা।বইটি নিতে সরাসরি মেলার স্টলে ও কুরিয়ার যোগাযোগ করুন।
বইটি পাওয়া যাচ্ছে মেলাতে ১৩৬ নং স্টলে।
Please follow and like us: