আজব ছিনতাই! ৯টা-৫টা ডিউটি, শুক্র-শনি ছুটি
নিউজ ডেস্ক:
অভিনব সব কৌশলে চট্টগ্রামে সক্রিয় সংঘবদ্ধ কিছু ছিনতাইকারী চক্র। এর মধ্যে একটি চক্র ছিনতাই করে শুধু ব্যাংকিং আওয়ারে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওৎ পেতে ব্যাংকে! সপ্তাহে দুইদিন শুক্র-শনিবার ছুটিও কাটায় তারা। তাদের কর্মকাণ্ড দেখে অবাক পুলিশও।
এমন আরো কয়েকটি চক্র বন্দরনগরী দাপিয়ে বেড়াচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, শুধুমাত্র ব্যাংক গ্রাহকদের টার্গেট করে পিছু নেয় চক্রটি। পরে গায়ের ওপর বমি করে পরিষ্কারের নামে সুযোগ বুঝে হাতিয়ে নেয় টাকার ব্যাগ।
চট্টগ্রামে পুলিশের হাতে ধরা পড়া এ চক্রের ৭ সদস্য দিয়েছে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য। ব্যাংকারদের মতো তাদেরও সপ্তাহে দুইদিন ছুটি। বাকি পাঁচদিনও ছিনতাই করে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সিএমপি ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরিফ হোসেন বলেন, ওদের কর্মপদ্ধতি ইউনিক, ওরা ব্যাংক আওয়ারে কাজ করে।
তিনি আরো বলেন, ব্যাংকপাড়া খ্যাত আগ্রাবাদ ছাড়াও ব্যস্ততম ইপিজেড মোড়, কোতোয়ালী ও নিউমার্কেট এলাকায় ঘড়ি ধরে আট ঘণ্টা ওৎ পেতে থাকে ছিনতাইকারী চক্রটি। চট্টগ্রামে এরকম অভিনব কৌশল অবলম্বন করা কয়েকটি চক্র এখনো সক্রিয়। আমরা এরই মধ্যেই এদের নজরদারিতে এনেছি।
সহকারী কমিশনার আরিফ বলেন, চক্রগুলো ইন্টারলিংকড- একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। চক্রগুলোর মেম্বাররা একে অপরকে ভালভাবে চেনে-জানে। আশা করছি, আরো কয়েকটি চক্রের সন্ধান আমরা পেয়ে যাব।
২০ দিনের ব্যবধানে এমন দুটি চক্রকে গ্রেফতারের পর নজরদারি বাড়িয়েছে পুলিশ। শহরের প্রবেশমুখগুলোতে বসেছে চেকপোস্ট। পুলিশের দাবি, চট্টগ্রামে ছিনতাইয়ে জড়িতদের বেশিরভাগই বহিরাগত। কাজ শেষে শহর ছাড়ে তারা।