টি-২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল দুই দল
স্পোর্টস ডেস্কঃ
এ বছর অস্ট্রেলিয়ায় মাঠে গড়াবে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর। আসন্ন এই আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ড। একই সঙ্গে টি-২০ বিশ্বকাপের আগামী আসরের টিকিট পেয়েছে আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাত।
গ্লোবাল কোয়ালিফায়ার ‘এ’ এর অধীনে দুটি দলের সামনে বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ ছিল। সে অনুযায়ী দুই ফাইনালিস্টই পাচ্ছে বিশ্বকাপের টিকিট। ফাইনাল নিশ্চিত করে আয়ারল্যান্ড ও আরব আমিরাত কাঙ্ক্ষিত টিকিট পেয়ে গেছে।
ওমানে এক সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ওমান ও আয়ারল্যান্ড। একপেশে সেই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান জড়ো করে আইরিশরা। জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রানে গুটিয়ে যায় ওমানের ইনিংস। ৫৬ রানের জয়ে ফাইনাল নিশ্চিতের পাশাপাশি বিশ্বকাপে কোয়ালিফাই করে আয়ারল্যান্ড।
একই শহরে অনুষ্ঠিত অন্য ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছিল আরব আমিরাত। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান জড়ো করে আরব আমিরাত। জবাবে ব্যাট করতে নেমে ১০৭ রানে গুটিয়ে যায় নেপাল। টানা তিন জয়ে টুর্নামেন্ট শুরু করা নেপাল ৬৮ রানের পরাজয়ে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে পড়ে।
আরব আমিরাত এ নিয়ে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপে কোয়ালিফাই করল। এর আগে ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে খেলেছিল দলটি।