চুকনগর মেডিকেল সেন্টারে এক গর্ভবতী মায়ের ৩ কন্যা সন্তানের জন্ম
আব্দুর রশিদ বাচ্চু, খুলনাঃ
চুকনগর মেডিকেল সেন্টারে এক গর্ভবতী মায়ের ৩ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন জলি বেগম (১৮)। সে মাগুরাঘোরা ইউনিয়নের বেতাগ্রামের আব্দুল ওয়াহাব সরদার কন্যা। আজকে তার প্রসব বেদনা উঠলে তাকে দ্রুত চুকনগর মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে বিকাল ৫ টায় ডাঃ শেখ সুফিয়ান রুস্তম সিজারের মাধ্যমে ৩ টি কন্যা সন্তান জন্মলাভ করেন।
বর্তমানে বাচ্ছা ৩ টি সুস্হ্য অবস্হায় আছে। তবে ডাক্তার আমাদের প্রতিবেদকে বলেন, যেহেতু বাচ্ছা ৩ টি ৩৬ সপ্তাহে জন্ম লাভ করেছে সেখানে আরও একমাস হলে বাচ্চারা আরও ভালো হত। এই অবস্হায় তাদের একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়ার কথা বলে হয়েছে।
এ ব্যাপারে রুগীর অভিভাবকের সাথে কথা বলে জানাযায়, আমাদের কন্যা জলি বেগমের সাথে সাতক্ষীরা জেলার তালা উপজেলার জাতপুর গ্রামের শহর আলী সরদারের ছেলে সিরাজুল ইসলামের সাথে দুই বছর আগে বিবাহ হয়। স্নামী সিরাজুল পেশায় একজন কবুতর ব্যাবসায়ী।
আমার কন্যার প্রথম ৩ টি কন্যা সন্তান জন্ম লাভে আমরা খুশি ।
Please follow and like us: