সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি :
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে প্রতিষ্ঠানের হল রুমে চীফ ইন্সট্রাক্টর ড. এম.এম নজমুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস সরদার। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর মাছুম বিল্লাহ, চীফ ইন্সট্রাক্টর কল্লোল রায়, চীফ ইন্সট্রাক্টর মমতাজ উদ্দিন চৌধুরী, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী আহসান কবীর, ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের বিভাগীয় প্রধান ছিদ্দিক আলী, এনভায়রনমেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার দাস প্রমুখ। আলোচনা সভা শেষে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর আরএসি বিভাগীয় প্রধান মো. এনামুল হাসান।