ভাষা দিবসে শহীদদের স্মরণে ফ্রি সাস্থ্য সেবা ক্যাম্প
জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে নারী ও শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। অর্থাভাবে দরিদ্র এসব পরিবার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য সেবা কেন্দ্র অনেক দূরে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় তারা স্বাস্থ্য সেবা থেকে পিছিয়ে পড়ছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি ২০২২ ) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর উদ্যোগে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা গ্রামে ফ্রি প্রাথমিক সাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।
এরকম মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং লিডার্সকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সেবা গ্রহণকারী কালীদাসী রানী মন্ডল বলেন, আমাদের কোন রোগ হলে আমাদের উপজেলা সদরে যেতে হয়। যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ হওয়ার কারনে নারী ও শিশুরা উপজেলা সদরে যেতে পারে না। লিডার্স আমাদের গ্রামে এসে যে সেবা দিয়ে যাচ্ছে তাতে আমাদের মত দরিদ্র পরিবারের অনেক উপকার হচ্ছে। এজন্য লিডার্সকে ধন্যবাদ জানাচ্ছি।