তালায় মহান একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
ফারুক সাগর (তালা প্রতিনিধি):
সাতক্ষীরার তালা উপজেলায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, তালা থানা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয় পার্টি, সদর হাসপাতাল, সদর ইউনিয়ন পরিষদ, তালা প্রেসক্লাব, তালা সরকারি কলেজ, শহিদ মুক্তিযোদ্ধা কলেজ, তালা মহিলা কলেজ, তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ কামেল মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, জাতীয় মহিলা সংস্থা, তথ্য আপা, ঠিকাদার কল্যাণ সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন এ শ্রদ্ধা নিবেদন করে।এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং মোনাজাত করা হয়।
এদিকে সকালে উপজেলার সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও উপজেলা আ”লীগের আয়োজনে প্রভাত ফেরিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে তালা উপজেলার সকল প্রসাশনের কর্মকর্তা সহ স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: