একুশের প্রথম প্রহরে ঐতিহ্যবাহী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের পুস্পমাল্য অর্পণ
শ্যামনগর প্রতিনিধিঃ
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ঐতিহ্যবাহী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বার বার নির্বাচিত সভাপতি মোঃ রবিউল ইসলাম ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ওকর্মচারী বৃন্দ।
শহিদদের আত্মার মাগফিরাত কামানার পাশা পাশি ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় স্লোগানে স্লোগানে মুখরিত হয সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে।এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের বার বার নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসন সহকারী প্রধান শিক্ষক মোঃ আসলাম আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অভিবাহক সদস্যা মোছাঃ তাহমিনা বেগম অভিবাহক সদস্য মোঃ সুজন আহমদ,মোঃ আজিমুল হক বকুল,মোঃ সাব্বির আহমেদ মোঃ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ সালাউদ্দিন আহমেদ সহকারী শিক্ষক মোঃহাফিজুর রহমান,সহকারী শিক্ষক মোঃ খায়ের আহমদ,সহকারী শিক্ষক অচিত্য কুমার মন্ডল সহকারী শিক্ষিকা মোছাঃ লায়কা খানম সহ কর্মচারী নেতৃত্ববৃন্দ। প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি , সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ কর্মচারী বৃন্দ, সামাজিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পণ করেন।
Please follow and like us: