আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি:
অমর একুশে ফেব্রুয়ারি ২০২২ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রভাত ফেরি, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জি.এম.জুলফিকার আব্দুল্লাহ, সিনিয়র সহকারী শিক্ষক আনিসুর রহমান, শিক্ষক আবু সাঈদ, মামুনুর রশীদ, ফাতেমা নাসরিন, মো. হাবিবুল্লাহ, মাও. আবুল খায়ের প্রমুখ। এর আগে অমর ২১এর প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, সকালে প্রভাত ফেরি, বিদ্যালয়ের শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও র্যালি অনুষ্ঠিত হয়। শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা ও চিত্রাংকন নিয়ে শেখ রাসেল দেয়ালিকা স্থাপন করা হয়। ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠান স ালনা করেন বিদ্যালয়ের শিক্ষক হেদায়েত উল্লাহ পলাশ।