করোনা: বিশ্বে একদিনে কমেছে মৃত্যু-শনাক্ত
শেষ হয়েও যেন শেষ হচ্ছে না করোনার দাপট। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ হার কমলেও কমেনি মৃত্যু। গেলো ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরও ১০ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ২৪ হাজার ২৯১ জন। এর আগে গতকাল (শুক্রবার) ২০ লাখ ১৩ হাজার ৮৯৬ আক্রান্ত এবং ১১ হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছিলো।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সাইটটির পরিসংখ্যান বলছে, বিশ্বে এখন পর্যন্ত ৪২ কোটি ১৯ লাখ ৪৪ হাজার ১০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৮ লাখ ৯১ হাজার ৯০৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ লাখ ৮৭ হাজার ৪৯৮ জন।
এদিকে এশিয়া অঞ্চলে করোনার দাপট কিছুটা কমলেও, ইউরোপে আক্রান্তের হার কমেনি। গেলো ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩৭ জন এবং মৃত্যু হয়েছে ২৪৬ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২ হাজার ৭০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৮০ জন।
একদিনে রাশিয়ায় আক্রান্ত ১ লাখ ৮০ হাজার ৭১ জন এবং মৃত্যু ৭৮৪ জন, ব্রাজিলে আক্রান্ত ১ লাখ ২২ হাজার ৭৪৮ জন এবং মৃত্যু ১ হাজার ১১৪ জন, দক্ষিন কোরিয়ায় আক্রান্ত ১ লাখ ৯ হাজার ৮২৮ জন এবং মৃত্যু ৪৫ জন, জাপানে আক্রান্ত ৭৫ হাজার ৬০৩ জন এবং মৃত্যু ২৪৪ জন, তুরস্কে আক্রান্ত ৮৭ হাজার ৪১১ জন এবং মৃত্যু ২৬৪ জন এবং ফ্রান্সে আক্রান্ত ৮২ হাজার ৫৫৩ জন এবং মৃত্যু ৩০৪ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।