বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে: তথ্যমন্ত্রী
ডেক্স নিউজ:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে। আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পাকিস্তান।
তিনি বলেন, বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। শহরের পাশাপাশি সমান তালে গ্রামও এগিয়ে যাচ্ছে। এখন গ্রামের ছেলে-মেয়ে ও শহরের ছেলে-মেয়েদের কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। এখন কুঁড়েঘর ও মেঠোপথ খুঁজে পাওয়া যায় না। দেশের অনেক উন্নয়ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনসংগঠন। এখানে সবার স্থান আছে। পরীক্ষিত সৈনিকদের হাতে মূল নেতৃত্ব থাকবে, যারা দুঃসময়ে পাশে ছিল। যারা জায়গা দখল ও মাদকের সঙ্গে সম্পৃক্ত, তাদের নেতৃত্বে বসানো যাবে না। তাই সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে।
নির্বাচন কমিশন গঠনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এমন একটা নির্বাচন কমিশন গঠন করা হবে, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। সেই নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে।
নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসেবা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার প্রমুখ।