তালায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার তালায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ সুখেন্দু শেখর গাইন। এরপর স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সঞ্জয় বিশ্বাস।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভ্রাংশু শেখর দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি।
অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা বাকশিসের সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক প্রমুখ। মেলায় ৩৬ স্টল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন আমন্ত্রিত অতিথিরা।
Please follow and like us: