কলারোয়ায় তৃতীয় দিনে ৪৭৬৪ শিক্ষার্থীর করোনার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ
কামরুল হাসান।।
কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকার (কোভিড ১৯) ২য় ডোজ প্রদান কার্যক্রমের তৃতীয় দিনে ৪৭৬৪ জন শিক্ষার্থী টিকা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্রে ওই টিকা দেওয়া হয়। গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯৮০ জন ও সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে ৯টি প্রতিষ্ঠানের ২২২০ জন শিক্ষার্থীকে তৃতীয়দিনে ২য় ডোজের টিকা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাভূক্ত ৫৬৪ জন শিক্ষার্থী টিকা গ্রহণ করেছেন। টিকা কেন্দ্র দু’টির কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। গার্লস স্কুলে টিকা প্রদান কেন্দ্রের তদারকী কর্মকর্তা ছিলেন উপজেলা পরিসংখ্যন অফিসার তাহের মাহমুদ সোহাগ ও সরকারি পাইলট হাইস্কুলে দায়িত্বে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এসএমএ সোহেল। টিকা কার্যক্রমের সার্বিক সহায়তা প্রদান করেন গার্লস পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আ. রব সহ শিক্ষকবৃন্দ। পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান, আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত
পর্যায়ক্রমে উপজেলার সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ২য় ডোজের ভ্যাক্সিন প্রদান কার্যক্রম চলমান থাকবে। তিনিসকলকে মাস্ক পরিধানসহ সরকারি বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।
পর্যায়ক্রমে উপজেলার সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ২য় ডোজের ভ্যাক্সিন প্রদান কার্যক্রম চলমান থাকবে। তিনিসকলকে মাস্ক পরিধানসহ সরকারি বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।
Please follow and like us: