শ্যামনগরে প্রশিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাকুরী প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে লিংকেজ মিটিং
আশিকুজ্জামান লিমন, শ্যামনগরঃ-
শ্যামনগরে মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে প্রশিক্ষিত যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাকুরী প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় দাতা সংস্থা অক্সফ্যামের কারিগরী ও আর্থিক সহযোগীতায় ও সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে এ মিটিং টি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, এনজিএফ প্রতিনিধি মোঃ শফিউল আজম, সুশীলন প্রতিনিধি সিদ্ধার্থ মন্ডল, জাপান ফাস্ট ট্রেড লিমিটেড’র মোঃআসাদ, রোহন এন্টারপ্রাইজ’র সুকুমার জোয়ারদার, এ্যাকোয়া ম্যাক্স লিমিটেডের হিসাবরক্ষক সন্জয় মন্ডল, রাজিব জোয়াদ্দার ও রোহান এন্টারপ্রাইজের প্রতিনীধিবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য জিএম আব্দুর রউফ, সিবিও হতে নির্বাচিত ইউপি সদস্য উমা রানি মল্লিক ও রেনুকা রানী।
প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত যুব গ্রুপের প্রশিক্ষিত যুবরা তাদের কর্মদক্ষতা চাকুরী প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনীধিদের মাঝে তুলে ধরেন। চাকুরী প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনীধিরা তাদের প্রতিষ্ঠানে কাজের সুযোগ সস্পর্কে সকলকে অবহিত করেন এবং অভিঞ্জতা অনুযায়ী তারা তাদের বায়োডাটা সংগ্রহ করেন। তারা অশ্বস্ত করেন যে, তাদের প্রতিষ্ঠানে প্রশিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে। লিংকেজ মিটিং টি সুন্দর ভাবে পরিচালনা ও দিক নির্দেশনায় ছিলেন সুশীলন রিকল-২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেন।
Please follow and like us: