মারপিটের মামলা দায়ের করে বিপাকে অসহায় ভ্যান চালক
নিজস্ব প্রতিনিধি :
জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় মামলা দায়ের করে বিপাকে পড়েছেন এক অসহায় ভ্যান চালক। আসামীদের মূহুর্মুহু হুমকিতে পালিয়ে বাড়ি ছাড়া ভ্যান চালক তালা উপজেলার জেঠুয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন মোড়লের পুত্র জাকাত আলী মোড়ল। নিরাপত্তার জন্য তালা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি। যার নং- ৫৪৬।
মামলা সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে জেঠুয়া গ্রামের মৃত ইনছাব আলী মোড়লের পুত্র মনিরুজ্জামান মোড়ল, মজিদ মোড়ল, হাকিম মুন্সির পুত্র সিরাজুল মুন্সি গংয়ের সাথে বিরোধ চলে আসছিল একই এলাকার জাকাত আলী মোড়লের সাথে। এর জের ধরে ০১ ফেব্রুয়ারি উল্লেখিত ব্যক্তিরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জাকাত আলীর বাড়িতে প্রবেশ করে জাকাত আলী এবং তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে।
এ-ঘটনায় ভুক্তভোগী জাকাত আলী বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ০২, ০২/০২/২২। মামলা দায়েরের ঘটনায় ক্ষিপ্ত হয়ে মনিরুজ্জামান গং অসহায় জাকাত আলীকে মামলা তুলে নিতে খুন জখমের হুমকি প্রদর্শন করে মহড়া প্রদর্শন করে যাচ্ছেন। উপায়ন্তর হয়ে ভুক্তভোগী জাকাত আলী নিরাপত্তার দাবিতে তালা থানায় সাধারণ ডায়েরি করেছেন।