চেহারার আড়ালে লুকিয়ে থাকে লাকির কু-চরিত্রের গল্প
নিজস্ব প্রতিনিধি :
মুখে পাঁকা দাড়ি,মাথায় আধ-পাঁকা চুল। চেহারায় বয়সের ছাপ,বয়স টা ৫৫ বছরের কাছা কাছি। দেখলে দাদা বলে সম্মান করে সকলে। কিন্তু কে জানে তার এমন চেহারার আড়ালে লুকিয়ে রাখে চরিত্রহীন মানুষের গল্প।
বলছিলাম সাতক্ষীরা শহরের আসাদুল চেয়ারম্যান মার্কেটের থানা মসজিদ সংলগ্ন “মিঠু মানিক ষ্টোর”এর স্বত্বাধিকারী লাকি হোসেনের কথা।
তার এমন কুচরিত্র নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দুই কলেজ ছাত্রী এই প্রতিবেদককে অভিযোগ করে বলেন, বুধবার দুপুরে আমরা দুই বোন “মিঠু মানিক ষ্টোর” এ যাই ক্লিপ কিনতে । দোকানদার ক্লিপ দেখাতে দেখাতে আমারদের অনেক বাজে ইঙ্গিত ও মন্তব্য করে কথা বলতে থাকেন, তখন আমার বোন তার কাছে এমন করার কারণ জানতে চান। তখন দোকানদার আমাদের সাথে আরো বাজে ব্যবহার করতে শুরু করে বলতে থাকেন, আমার ভালো লাগে এসব করতে তোমাদের পছন্দ নাহলে চলে যাও আমি তোমাদের কাছে মাল বিক্রি করব না। তার এমন ব্যবহারের পর আমরা দোকান থেকে বের হয়ে আসি। এক জন বৃদ্ধ বয়সী মানুষের কাছ থেকে এমন ব্যবহার আশা করা যায় না।
এবিষয়ে “মিঠু মানিক ষ্টোর”এর স্বত্বাধিকারী লাকি হোসেনের কাছে জানতে চাইলে তিনি তার দোষ স্বীকার করে বলেন,আমার ভুল হয়ে গেছে হটাত কি বলতে, কি বলে ফেলেছি। আর আমি তেমন বাজে ব্যবহার তার সাথে করিনি,আমাকে মাফ করে দেন।
স্থানীয় দোকানদারেরা “মিঠু মানিক ষ্টোর”এর স্বত্বাধিকারী লাকি হোসেনের এমন কর্মকান্ড নিয়ে বলেন, গত দশ বছর ধরে তার এমন বাজে চরিত্রের গল্প শুনছি। প্রায় তার দোকানে শোনাযায় কোন না কোন ঝামেলা, সব গুলা নারী বিষয়ক। তিনি প্রায় সময় মেয়েদের নিয়ে বাজে মন্তব্য,বাজে কথা বলতে থাকে, আমাদের কোন সংগঠন না-থাকায় লাকির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছি না।
অন্যদিকে এমন ঘটনাটির সুষ্ঠু তদন্ত পূর্বক লাকির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান সমাজের সচেতন মহল।