আশাশুনিতে মোবাইল কোর্টে ২০ লক্ষ টাকার জাল বিনষ্ট
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ লক্ষ টাকার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মানিকখালী ফেরীঘাটের কাছে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে জাল বিনষ্ট করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী বিশেষ কম্বিং অপারেশন-২০২২ পরিচালনা করে ঘোলা ত্রিমোহনা, গরালী, হাজরাখালী, গদাইপুর, বলাবাড়িয়া, পুইজালা, বামনডাঙ্গা, জেলেখালী, বিজয় গ্রাম, মানিকখালী গ্রামসহ উপজেলার খোলপেটুয়া নদী থেকে চরঘেরা জাল ৫টি (৫০০০ মিটার যার মূল্য ৫ লক্ষ টাকা) এবং মশারী জাল ১৮টি (১৫০০০ মিটার যার মূল্য ১৫ লক্ষ টাকা) জব্দ করে। অপারেশন পরিচালনা করেন নৌবাহিনীর এলসি ভিপি-০১১ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোল্যা আসলাম হোসেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন। এসময় নৌবাহিনীর এলসি ভিপি-০১১ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোল্যা আসলাম হোসেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।