পাঁচ বছরে শতাধিক বাল্যবিয়ে; দেবহাটায় রেজিষ্টার বাশারকে মোবাইল কোর্টে অর্থদন্ড
নিজস্ব প্রতিনিধি:
গেল পাঁচ বছরে কমপক্ষে শতাধিক বাল্য বিয়ে সম্পাদনের অভিযোগে দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের বিবাহ রেজিষ্টার ও জালিয়াত চক্রের হোতা আবু বাশার (৩৫) কে মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত আবু বাশার উপজেলার জগন্নাথপুর গ্রামের জিয়াদ আলীর ছেলে ও ঘোনাপাড়া দাখিল মাদ্রাসার সুপার। দীর্ঘদিন ধরে সরকারী আইন অমান্য করে জাল কাগজ তৈরীসহ অপ্রাপ্ত বয়স্কদের বাল্যবিয়ে দিয়ে আসছিলেন। ইতোপূর্বে কয়েকবার দাখিল পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতিসহ অছাত্রদের দিয়ে দাখিলের প্রক্সি পরীক্ষা দেয়ানোর সময় আটক হন তিনি। এমনকি কয়েকবার দেয়াল টপকেও পালিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে জালিয়াত আবু বাশারের। সম্প্রতি বাল্য বিবাহ বন্ধে দেবহাটা উপজেলা প্রশাসন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলন নানামূখী যৌথ উদ্যোগ গ্রহনের পর শনিবার দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জালিয়াত চক্রের হোতা আবু বাশারের গাজীরহাট বাজারস্থ রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালিয়ে গত পাঁচ বছরে অন্তত শতাধিক বাল্যবিয়ে সম্পাদনের নথি, ডজনখানেক জাল বিবাহ রেজিষ্টার খাতাসহ তাকে আটক করেন। পরে মোবাইল কোর্টে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে আবু বাশার সরকারী আইন অমান্য করে বাল্যবিয়ে দিয়ে আসছিলেন। অভিযানকালে গত ৫ বছরে অন্তত শতাধিক বাল্যবিয়ে সম্পাদনের নথি এবং ডজনখানেক জাল বিবাহ রেজিষ্টার খাতা জব্দ করা হয়। তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তার লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলমান রয়েছে।